ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাকে নিয়ে ভোট দিলেন ব্যারিস্টার সুমন

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

হবিগঞ্জ-৪ আসনে মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১ম ভোট দেন তিনি।

ভোট দিতে এসে তিনি বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করি।

এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। প্রায় দুই ঘণ্টা গড়িয়ে গেলেও অনেক কেন্দ্রে ভোট গ্রহণ ১শ’র কোটায় পৌছেনি।

jagonews24

হবিগঞ্জে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন প্রায় ১০ হাজার আইন শৃঙ্খলাবাহীনির সদস্য। জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ এক হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার আট লাখ ৪২ হাজার ৩৮ জন। এবারের নির্বাচনে হবিগঞ্জের চারটি আসন থেকে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি ইকরামুল আহাদ জানান, ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে জেলাজুড়ে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যে কেউই কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/এমএস