ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্র দখলের আশঙ্কা করছেন তৃণমূল বিএনপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি | (মোংলা) বাগেরহাট | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

বাগেরহাট-৩ আসনে ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করছেন তৃণমূল বিএনপি প্রার্থী ম্যানুয়েল সরকার। তিনি জানান, ভোট শঙ্কামুক্ত নয়। তার এজেন্টদের বের করে দেওয়া ও ঢুকতে দেওয়া হচ্ছে না।

রোববার (৭ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, আসনের অধিকাংশ কেন্দ্রগুলোতে নৌকা ও ঈগল ছাড়া অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নেই।

খোঁজ নিয়ে জানা যায়, মোংলা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রগুলোতে নৌকা ও ঈগলের ছাড়া অন্য দল বা প্রার্থীর এজেন্ট তেমন দেখা যায়নি। এছাড়া কেন্দ্রে ভোটার উপস্থিতিও কম। তবে ভোট দিতে আসা ভোটারদের ভেতর পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি।

আবু হোসাইন সুমন/এনআইবি/এএসএম