ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মমতাজের ভাইয়ের বিরুদ্ধে পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাই-ভাতিজারা পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। একই সঙ্গে তারা জোরপূর্বক নৌকায় সিল মেরেছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান হান্নান।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ৬৯ চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন অভিযোগ করেন তিনি।

তিনি জানান, সরকারদলীয় প্রার্থী মমতাজ বেগমের ভাই-ভাতিজারা আমার পোলিং এজেন্টদের এ কেন্দ্র থেকে মারধর করে বের দিয়েছেন।

একই সঙ্গে তারা জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন হান্নান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বড় ভাই এবারত হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সব মিথ্যা, বানোয়াট।’

‘এখানে কোনো পোলিং এজেন্টকে মারধর করা হয়নি এবং কাউকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। এখানে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছেন তার পছন্দের প্রার্থীকে।’

৬৯নং চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মাজেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে প্রতিটি ভোটকক্ষে দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এমন অভিযোগের কোনো সত্যতা পায়নি। এখানে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারছেন,’ বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/জেএমএস/জেআইএম