ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাট

জয় নিয়ে ঘরে ফিরলেন নৌকার তিন প্রার্থী

জেলা প্রতিনিধি | লালমিনরহাট | প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটের তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, লালমনিরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন ৮৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আতাউর রহমান প্রধান পেয়েছেন ৭৪ হাজার ৩২ ভোট পান।

লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থীর সিরাজুল হক পেয়েছেন ৫০ হাজার ৫০০ ভোট।

লালমনিরহাট-৩ আসনে নৌকার প্রার্থী মতিয়ার রহমান পেয়েছেন ৭৬ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৮০ ভোট।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম