ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাপন ১৯৮১৫৫ ভোট পেয়ে জয়ী, লাঙ্গল ৩০৫৬

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজি রুবেল তিন হাজার ২০৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নুরুল কাদের সোহেল পেয়েছেন তিন হাজার ৫৬ ও স্বতন্ত্র আব্দুস সাত্তার (ঈগল) পেয়েছেন দুই হাজার ৪৬৯ ভোট।

ভৈরব উপজেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান ও কুলিয়ারচর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলম এতথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ-৬ আসনে মোট কেন্দ্র ১৪২টি। ভোটার তিন লাখ ৯৮ হাজার ৩১৯ জন। তারমধ্যে ভৈরবে দুই লাখ ৩৯ হাজার ৫৮ জন ও কুলিয়ারচরে এক লাখ ৫৯ হাজার ২৬১ জন।

রাজীবুল হাসান/এসআর/জেআইএম