মাদারীপুর-১
বিপুল ভোটে জিতলেন নৌকার নূর-ই আলম চৌধুরী
দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মোতাহার হোসেন চৌধুরী সিদ্দিক পেয়েছেন মাত্র ১ হাজার ৮২৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
মাদারীপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ২০৫। আসনটির ১০২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
আয়শা সিদ্দিকা আকাশী/ইএ/জেআইএম