ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার জয়

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৩১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা তিনি পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপন দেবনাথ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। আসনটির ১৩১টি ভোটকেন্দ্রের ৭৭১টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

রাশেদুল ইসলাম রাজু/এমআরএম/জিকেএস