ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকার দখলে রাজবাড়ী

কেরামতের ৬, জিল্লুলের ৫ম জয়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসন দখলেই রাখলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। রাজবাড়ী-১ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী। তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩৪ ভোট। এ জয়ের মাধ্যমে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট।

অন্যদিকে, রাজবাড়ী-২ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. জিল্লুল হাকিম। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট। এর মাধ্যমে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হলেন জিল্লুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রাজবাড়ী রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু কায়সার খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ৩৯ দশমিক ৪৮ শতাংশ ও রাজবাড়ী-২ আসনে ৫৫ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

ফলাফলে জানা যায়, রাজবাড়ী-১ আসনে ৪ লাখ ৪ হাজার ১৮০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৬৭০টি।

এই আসনে বিজয়ী ও নিকটতম প্রার্থী ছাড়া অ্যাড হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, তৃণমূল বিএনপির ডিএম মজিবর রহমান (সোনালী আঁশ) ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লী (ঢেঁকি) ২ হাজার ৫৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) পেয়েছেন ৪৪৭ ভোট।

রাজবাড়ী-২ আসনে ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯১ হাজার ২৩৮ জন। বাতিল হয়েছে ৬ হাজার ১৪০ ভোট।

এই আসনে বিজয়ী ও নিকটতম প্রার্থী ছাড়া মো. সফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক (সোনালী আঁশ) ৭৬৫ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মতিন মিয়া (মশাল) ২ হাজার ৬০২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক (ছড়ি) পেয়েছেন ৮৪৭ ভোট।

রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ৯ লাখ ৩২ হাজার ৪৯৯ জন। আসনটির ৩৫০ ভোটকেন্দ্রের ২ হাজার ১৫০ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

রাজবাড়ী-১ আসনে বিজয়ী প্রার্থী কাজী কেরামত আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশ করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরইউআর/কেএএ/এএসএম