ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটের চার আসনে নৌকার জয়োল্লাস

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

বাগেরহাটের চার আসনে বড় ব্যবধানে নৌকার প্রার্থীরা বিজয়য় হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট-১ আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন দুই লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এক লাখ ৮২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের হাজরা শহিদুল ইসলাম পেয়েছেন চার হাজার ১৭৪ ভোট।

বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহার পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট।

বাগেরহাট-৪ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩৭৬ ভোট।

আরএইচ/এএসএম