টাঙ্গাইল-৭ আসনে এমপি নির্বাচিত নৌকার শুভ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি এ আসনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন।
৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী মীর এনায়েত হোসেন মন্টু ৫৭ হাজার ২৩১ ভোট পেয়েছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১২৭টি কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতীকের খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এস এম এরশাদ/এসআর/এমএস