নেত্রকোনা
বিজয় মিছিলে নৌকার সমর্থকদের হামলায় আহত যুবকের মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনার আটপাড়ায় বিজয় মিছিল করার সময় দুই গ্রুপের সংঘর্ষে আহত নুরুল আমীন (২০) মারা গেছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওগাও গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আমীন ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীক ৪০৬ ভোট ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। ওই কেন্দ্রে নৌকা প্রতীক বিজয় লাভ করলে সমর্থকরা বিজয় মিছিল করে। ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে নৌকার সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দেয়। নির্বাচনী ফল ঘোষণার পর ট্রাকে প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু জয় লাভ করেন। পরে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে দেওশ্রী বাজারে গিয়ে মিছিল করলে নৌকা সমর্থকরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে নুরুল আমীনসহ অন্তত ১২ জন আহত হন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম