ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোরেলগঞ্জে প্রচণ্ড রোদে চলছে পাঠদান

প্রকাশিত: ১০:১৪ এএম, ০৬ এপ্রিল ২০১৬

বাগেরহাটের মোরেলগঞ্জে ঝড়ে বিধ্বস্ত একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে প্রচণ্ড রোদের মধ্যে। মঙ্গলবার রাত ৯টার দিকে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয় ১৪৯নং এবি বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনটি। বুধবার শিক্ষার্থীরা স্কুলে গেলে বিধ্বস্ত ভবনের ফাকা স্থানেই শিশুদেরকে বসিয়ে পাঠদান করা হয়।

চৈত্রের প্রচণ্ড রৌদ্রতাপে ফাকা মাঠে ক্লাশ নেওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই বিদ্যালয়ের ১২০জন ছাত্রছাত্রীসহ শিক্ষকগণ। খবর শুনে সংশ্লিষ্ট বিভাগের সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান বুধবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক দিলরুবা খানম বলেন, ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতি মো. আশরাফ আলী শেখ ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যালয়ের মূল ভবনটি ১বছর আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এরপরে একটি অস্থায়ী টিনশেড ভবন নির্মাণ করে সেখানে ক্লাশ নেওয়া হচ্ছিলো। ওই ভবনটিও ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এখন অভিভাবকরা ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছেন না। বিদ্যালয়টির প্রতি কর্তৃপক্ষের কোনো সুনজর নেই বলেও অভিযোগ করেন ব্যাবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন।

শওকত আলী বাবু/এফএ/পিআর