ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিংড়ায় ৫৮ কিলোমিটার সরকারি খাল দখলমুক্ত

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। দখলমুক্ত খালে ২০ লক্ষ টাকার মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) দুই দিনের অভিযানে ৫৮ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। এছাড়া এক দখলদারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

nt-(2).jpg

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া, সারদানগর খাল, ইটালী ইউনিয়নের তিশিখালি, সাঁতপুকুরিয়া ও তাজপুর ইউনিয়নের জয়নগরসহ প্রায় ৫৮ কিলোমিটার খালের মাটি, অবৈধ বাধ অভিযানে অপসারণ করা হয়। এসময় ভুলু সরদার নামের একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চারটি শ্যালো মেশিন ও ৩০ ফিট পাইপ জব্দ করা হয়। সরকারি খাল দখলমুক্ত করে অবমুক্ত করা হয় প্রায় ২০ লাখ টাকার দেশি প্রজাতির মাছ।

nt-(2).jpg

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমুখ।

রেজাউল করিম রেজা/এনআইবি/এমএস