ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের দিন নৌকার কর্মী খুন

হত্যা মামলায় সাবেক মেয়রসহ আসামি ২০

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১১ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নির্বাচনের দিন নৌকার কর্মী জিল্লুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও একাংশের সভাপতি শহিদুল ইসলাম শাহীনসহ ১৫ জনকে এজাহারনামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের স্বজন মামলা দায়ের করেছেন। মামলার বিষয়ে তদন্ত করে জড়িত সব আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। সাবেক মেয়র শাহীন আসামি হয়েছেন। তার বিষয়েও তদন্ত করা হবে। সব আসামিকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে প্রকাশ্যে প্রতিপক্ষের হাতে খুন হন জিল্লুর রহমান। নিহত জিল্লুর মিরকাদিম পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ-৩ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের অনুসারী ছিলেন বলে জানান স্বজনরা।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম