বিষ প্রয়োগে ঘুঘু হত্যায় কৃষককে জরিমানা
শরীয়তপুরের ডামুড্যায় বিষ প্রয়োগে ঘুঘু মেরে ঝুলিয়ে রাখার ঘটনায় কৃষক শাহজাহান মাদবরকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডামুড্যার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্যসিড্যা এলাকার কৃষক শাহজাহান মাদবর কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবিশস্যের ব্লক প্রদর্শনীতে ৩৫ শতাংশ জমিতে গমের আবাদ করেন। ওই জমিতে নানা প্রজাতির পাখি এসে গম খেয়ে ফেলছিল। তাই কৃষক শাহজাহান মাদবর জমিতে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করেন। যা খেয়ে গত তিন দিনে বেশকিছু ঘুঘু মারা যায়। পরে সেই মরা ঘুঘু জমিতে রশির সাহায্যে ঝুলিয়ে রাখেন তিনি।

খবর পেয়ে বিকেলে ডামুড্যার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন ওই এলাকায় যান। তবে প্রশাসনের কর্মকর্তাদের আসার খবর পেয়ে জমি থেকে মৃত ঘুঘুগুলো সরিয়ে ফেলেন কৃষক শাহজাহান। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস