ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে কনকনে শীতে জবুথবু মানুষ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

চাঁদপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় বেড়েছে শীতের এই তীব্রতা। একইসঙ্গে বইছে হিমেল হাওয়া। সঙ্গে কুয়াশার দাপট। তীব্র শীতে জবুথবু এ জেলার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোকে কাজের জন্য ঘর থেকে বের হতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকেই উত্তরের হাওয়া বইতে শুরু করে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের তাপ ও আলো কিছুটা থাকলে এরপর আবার বাতাসের তীব্রতা বাড়তে থাকে। ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। শহরে যানবাহন কমে যায়। লোকজনও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি।

jagonews24

সন্ধ্যায় চাঁদপুর শহীদ মিনার রেললাইন এলাকায় আগুন জালিয়ে একসঙ্গে অনেককে তাপ নিতে দেখা যায়।

এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে গরম পোশাকের দাম। শিক্ষক জাকির হোসেন বলে, ‘হঠাৎ বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। ফুটপাতে জামা কিনতে এসেও রেহাই নেই। দাম অনেক অনেক বেশি। বিক্রি বাড়ায় দাম বেড়ে গেছে।’

jagonews24

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, নদীর পাড়ে প্রচুর বাতাস। এখানে যারা বসবাস করেন তাদের দুর্ভোগ বেশি।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব জানান, চলতি শীত মৌসুমে আজ শীতের তীব্রতা বেড়েছে। জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস