ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রলি খাদে পড়ে নিহত কিশোর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৪ জানুয়ারি ২০২৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রলি উল্টে খাদে পড়ে মো. তুহিন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কুচিয়াগ্রাম বুলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে ট্রলি (ইট ভাঙানো) চালিয়ে তুহিন বাড়ি ফিরছিলো। বানা ইউনিয়নের কুচিয়াগ্রাম বুলের দোকানের সামনে পৌঁছালে ট্রলির সামনের চাকার টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় তুহিন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে চালক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।


এন কে বি নয়ন/জেডএইচ