ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালী

বসতঘরে ইয়াবার কারবার, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

নোয়াখালীতে বসতঘরে ইয়াবা রাখায় মো. মোজাম্মেল হোসেন (৩৬) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কাদির হানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে মোজাম্মেল হোসেনের ঘরের পাশে অবস্থান নেয় অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালালে বসতঘরে মাদক বিক্রির আলামত পাওয়া যায়। পরে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকেলে সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস