রামগঞ্জে ডাকাত-পুলিশের গোলাগুলি : গ্রেফতার ১
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ইউনুছ (৪৭) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে রায়পুর-রামগঞ্জের সীমান্তবর্তী কালুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুছ রামগঞ্জ উপজেলার হরিশচর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, একদল ডাকাত সীমান্তবর্তী কালুপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। এসময় পুলিশ পাল্টা ২ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ইউনুছকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েদ কাউছার বলেন, ইউনুছ চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামগঞ্জ ও রায়পুর থানায় ডাকাতি, হত্যা চেষ্টা ও মাদকের ৪ টি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/এফএ/পিআর