ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে জব্দ ৫০০ কেজি জাটকা এতিমখানায়, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকাসহ সাতটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরভৈরবী মাছঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল।

jagonews24

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, চরভৈরবী বাজারে জাটকা বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫০০ কেজি জাটকা জব্দ, ওই বাজারের একজন আড়তদারকে ৪ হাজার টাকা এবং একজন পাইকারি মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা জাটকা স্থানীয় আটটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড হাইমচরের সিসি মোহাম্মদ এমদাদুল, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস