মাদক ব্যবসার দায়ে হিজড়ার কারাদণ্ড
বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রেশমা (৩৫) নামে এক হিজড়াকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক বহন ও বিক্রির দায়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা তাকে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রেশমা মংলা পোর্টের নতুন কবরস্থান এলাকার মো. ওমর আলী শেখের সন্তান।
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, বুধবার রাত ১১টায় পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে আটক হন রেশমা। এ সময় তার কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার একটি বাটখারা, একটি ছুরি ও গাঁজা বিক্রির কিছু টাকা জব্দ করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, রেশমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
শওকত আলী বাবু/এফএ/এবিএস