ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে

স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ক্লিনিক সিলগালা, ৪টিকে জরিমানা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

যশোরে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় আটটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে চারটি ক্লিনিক সিলগালা ও অন্য চারটিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে যশোর শহরের পালবাড়ি মোড়, ঘোপ সেন্ট্রাল রোড, দড়াটানা এলাকা এবং ঝিকরগাছায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে বুধবারও ঝিকরগাছায় দুটি ক্লিনিক সালমা মেডিকেল সেন্টার ও সালেহা ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পাঁচ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা, এবং ল্যাবজোন ক্লিনিক ও পপুলার হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল জানান, গত দুই দিনে ঝিকরগাছায় সালমা মেডিকেল সেন্টার ও সালেহা ক্লিনিক ও শহরের দুটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অস্বাস্থ্যকার পরিবেশ থাকায় ঝিকরগাছা ক্লিনিক, খাজুরা বাজারের মা জেনারেল হাসপাতাল ও শহরে দুটি ক্লিনিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুণগতমান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ভুয়া চিকিৎসকদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষ, বিশেষত সচেতন নাগরিক ও গণমাধ্যম কর্মীদের সক্রিয় ভূমিকা একান্ত প্রয়োজন। মন্ত্রণালয়ের নির্দেশে জেলার সব উপজেলাগুলোতে একই অভিযান চালানো হবে।

মিলন রহমান/এনআইবি/জেআইএম