ওষুধের কৌটায় ইয়াবা, বৃদ্ধ গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে জসিম উদ্দিন (৫৪) নামের এক বৃদ্ধের কাছে ওষুধের কৌটায় ৮০ পিস ইয়াবা পাওয়া গেছে।
রোববার (২১ জানুয়ারি) রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের দুধ মিয়ার নতুন বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জসিম উদ্দিনের কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
জসিম উদ্দিন ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জসিম উদ্দিনের ঘরে অভিযান চালানো হয়। এসময় ওষুধের কৌটায় রাখা ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান