ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চার কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে ওই বিষ্ণুমূর্তিটি উঠে আসে। মাছধরা শ্রমিকরা সেটি ইটের কোনো বস্তু ভেবে ফেলে দেয়। পরে ওই পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মূর্তিটি পরিষ্কার করে লুকিয়ে রাখেন। জানাজানি হলে পুকুরমালিক মমতাজ আলী পরে সেটি তার বাড়িতে নিয়ে আসেন।

jagonews24

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মমতাজ আলীর পুকুরে মাছ ধরা সময় শ্রমিকরা কষ্টি পাথরের মূর্তির সন্ধান পায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেটি দেখতে ভিড় করেন। মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস