ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া

৭ দিন পর দৃশ্যমান হলো ফেরির একাংশ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ সপ্তম দিনে কিছুটা দৃশ্যমান হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ফেরিটি টেনে তোলার চেষ্টা করে। এসময় পেছনের কিছু অংশ দৃশ্যমান হয়।

এর আগে সকাল থেকেই ফেরি টেনে তোলার প্রস্ততি নিচ্ছিলো ডুুবুরিদল। উদ্ধারকাজে অংশ নেয় নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিদল।

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবে যাওয়া ফেরির পাশ থেকে আরও একটি ট্রাক উদ্ধার হয়েছে। এনিয়ে ৯টি ট্রাকের মধ্যে সাতটি উদ্ধার করা হলো। নদীতে ডুবে আছে আরও দুটি ট্রাক।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘আমরা এ পর্যন্ত সাতটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি দুটি এখনো শনাক্ত করতে পারিনি। তবে, বিআইডব্লিউটিএর সার্ভে জাহাজ ঝিনাই-১ তা শনাক্তের চেষ্টা চালাচ্ছে।’

আরও পড়ুন: ৫ দিন পর নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে ওয়্যার রফ (স্টিলের মোটা তার) বাঁধার কাজ করা হয়েছে। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। ব্যাগগুলোতে বাতাস ঢোকানো হলে ডুবন্ত ফেরিটি ধীরে ধীরে ওপরের দিকে ভেসে উঠতে সহায়তা করবে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে তা ভাসানো সম্ভব হয়েছে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক ও স্যালভেজ ইউনিট প্রধান আব্দুস সালাম বলেন, নিমজ্জিত ফেরিটিকে পানির লেভেলে ভাসানো সম্ভব হয়েছে। তা ধীরে ধীরে তীরের দিকে আনার চেষ্টা চলছে। তবে বৈরী আবহাওয়া, প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার জন্য কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে। সবমিলিয়ে ফেরি উদ্ধারে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি।

গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিটি ডুবে যায়। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিল না।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ থাকেন রজনীগন্ধা ফেরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর। পরে তার মরদেহ পাওয়া যায়।

বি এম খোরশেদ/এসআর/এমএস