ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৬ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। দেশের উত্তরের জেলা গাইবান্ধায় তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। বৃহস্পতিবর (২৫ জানুয়ারি) সন্ধ্যার আগেই অনেকটা জনশূন্য হয়ে পড়ছে জেলার প্রধান রাস্তাঘাট।

jagonews24

এদিকে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহর প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্যয়। শীত দীর্ঘায়িত হলে ফসলের আরও ক্ষতির শঙ্কা করছেন চাষিরা।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গাইবান্ধা জেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরাঞ্চলের সব জেলার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

জিএসএইচএস
শামীম সরকার শাহীন/এএইচ/এমএস