ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে দীর্ঘদিন পরে বাধাহীন মিছিল করলো বিএনপি

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জে দীর্ঘদিন পরে বাধাহীন মিছিল করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রথখলা মাঠে শেষ হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত আছি। ৭ জানুয়ারি সরকার অবৈধভাবে পিঠা ভাগাভাগির মতো নির্বাচন করেছে। যা দেশের জনগণ বয়কট করেছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কালো পতাকা মিছিল করছি।

এসকে রাসেল/এএইচ/এমএস