ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশা ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টির প্রায় তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬) সকাল সাড়ে ১০টায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিমিজুড়ে থেমে যানবাহন চলাচল করতে দেখা যায়। এরমধ্যে মহাসড়কের ৭ নম্বর ব্রিজে পণ্যবাহী একটি ট্রাক বিকল ও ১২ নম্বর ব্রিজের কাছে বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত ঘন কুয়াশা ও এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে সড়কে দুটি ঘটনা ঘটে। ফলে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও এক ঘণ্টার মতো গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ঘোষ জানান, ৭ নম্বর ব্রিজে ট্রাক বিকল ও ১২ নম্বর ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটে। রেকার দিয়ে এগুলো সরাতে কিছু সময় লেগে যায়। যার কারণে যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়। সকাল সাড়ে ৮টার থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আরিফুর রহমান টগর/এএইচ/এমএস