ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। নেতৃত্ব দেন জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়।

মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছুদূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতু প্রমুখ।

মিলন রহমান/এসআর/এএসএম