ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জ

মাদকসংশ্লিষ্টতার অভিযোগে দুই কনস্টেবল ক্লোজড

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম তাদের পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন।

দুই পুলিশ সদস্য হচ্ছেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন। তাদের বিরুদ্ধে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ সুপার আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার সন্দেহে ক্লোজড করা হয়েছে। এ নিয়ে এখন তদন্ত হবে। এরপর বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এরআগে ২৩ জানুয়ারি কাশিমনগর ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন মনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকায় রফাদফা করে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন। এরপর তারা উদ্ধার করা ৬ কেজি গাঁজা অন্যত্র বিক্রি করে দেন। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এরপর তাৎক্ষণিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেয়ে তাদের ক্লোজড করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এসএম