ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালী

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন সৌরভ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নোয়ান্নই ইউনিয়ন বাঁধেরহাট বাজারে বাবু গ্রুপের সিনিয়র ও জুনিয়রদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ হোসেন সৌরভ বাঁধেরহাট এলাকার রামকৃষ্ণপুর গ্রামের সবুজ আউয়ালের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একই এলাকার রতনপুর গ্রামের জাফর আহমদের ছেলে নাজিম উদ্দিন (১৮), মনিরের ছেলে রাকিব (২৫) ও রিয়াজ (২১), হারুনর রশীদের ছেলে মো. রাকিব (২৪) গুরুতর আহত হয়েছেন। তাদের পুলিশ পাহারায় নোয়াখালী ও ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাঁধেরহাট পূর্ব বাজারে বাবু গ্রুপের সিনিয়র ও জুনিয়রদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন একে অপরকে ছুরিকাঘাত করে। এতে সাজ্জাদ হোসেন সৌরভ ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে মনিরের ছেলে রাকিব (২৫) ও রিয়াজকে (২১) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত রাকিব ও রিয়াজকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম