ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়িতে পাইকারি দরে মাদক বিক্রি, বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

নোয়াখালীতে বাড়িতে রেখে পাইকারি দরে মাদক বিক্রির দায়ে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এওজবালিয়া গ্রামের শাহজাহান সর্দারের বাড়িতে ওই অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, এওজবালিয়া গ্রামের মৃত খবির উদ্দিন খানের ছেলে মো. জাকির হোসেন খান (৫৫) ও তার ছেলে বাদশা খান (৩৪)। তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে শাহজাহান সর্দারের বাড়ির অভিযান চালানো হয়। এসময় পাইকারি বিক্রির জন্য রাখা ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম