ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে বগুড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে বিক্ষোভকারীরা মিছিলটি নিয়ে শহরের সাতমাথা এলাকায় যেতে পারেনি।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ফতেহ আলী বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলটি নবাববাড়ী সড়ক ধরে সাতমাথার দিকে রওয়ানা হয়ে পুলিশ প্লাজার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে মিছিলটি আবারও দলীয় কার্যালয়ে ফিরে যায়।

সেখানে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বগুড়া জেলার সভাপতি মাওলানা আ ন ম মামুনুর রশীদ সভাপতিত্ব করেন।

এসময় তিনি বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি এখন আর এ দেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। একতরফা প্রহসনের নির্বাচন বাতিল এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যু প্রোমটকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, কাউকে বাধা দেওয়া হয়নি। সাতমাথা এলাকায় তাদের প্রবেশের অনুমতি ছিল না। জননিরাপত্তার জন্য তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

এএইচ/জিকেএস