ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিজে নিজে চলাফেরা করতে পারেন না, অথচ তিনি মাদক কারবারি

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

একজন শারীরিক প্রতিবন্ধী মনিরুল ইসলাম (৩৫)। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয় তাকে। শারীরিক এ প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা নিয়ে আসতেন মনিরুল। পরে এসব গাঁজা স্থানীয় মাদক কারবারিদের কাছে চড়া দামে বিক্রি করতেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) একটি কলাবাগানের মধ্যে গাঁজা বন্টনের সময় মনিরুল ইসলামসহ আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শারীরিক প্রতিবন্ধী মনিরুল ইসলাম, একই গ্রামের রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের রুকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), একই গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা বড়ঘাট গ্রামের তহরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গা গ্রামের আব্দল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), জেলা শহরের আজাইপুর গ্রামের মৃত আব্দল গাফফারের ছেলে আলিউল ইসলাম (৪৫) ও নাচোল উপজেলার পাহাড়পুর মমিনমোড়ের লদু আলীর ছেলে মো. আলম (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার নয়াগোলা মোড়ের পাশের একটি কলাবাগানে অভিযান চালানো হয়। এসময় আসামিরা সেখানে গাঁজা বন্টন করছিলেন। পরে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মিন্টু রহমান।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস