ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, যুবক আটক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে ও বগলে ডিজিটাল ডিভাইস লাগিয়ে অসদুপায় অবলম্বন করায় আজিম রেজা (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক আজিম রেজা জেলার শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের এনামুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান বলেন, কেন্দ্রের একটি কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন আজিম রেজা। এসময় তার আচরণ দেখে দায়িত্বে থাকা শিক্ষকদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করতে চান তারা। আজিম এসময় দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

আটকের পর কানে তীব্র ব্যথা অনুভব করলে আজিম রেজাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসক কানের ভেতর থেকে একটি ডিভাইস বের করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রহমান বলেন, কানের ভেতরে পাওয়া ডিজিটাল ডিভাইস বের করার পর আজিম রেজার কান ব্যথা কিছুটা কমে যায়। তবে কী ধরনের ডিভাইস তা পরীক্ষা-নিরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোহান মাহমুদ/ইএ