টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত
টাঙ্গাইলে পিকআপভ্যানের ধাক্কায় ইধু মিয়া (৫৫) নামে এক মিক্সচার মেশিনের শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইধু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ উত্তরপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জাগো নিউজকে জানান, নিহত শ্রমিক ইধু মিয়া ঢালাইয়ের মিক্সচার মেশিন পিকআপভ্যানে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে অন্য একটি পিকআপভ্যান তাদের পিকআপটিকে ধাক্কা দিলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘাতক পিকআপটি আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই মাহফুজ।
আরিফ উর রহমান টগর/এমকেআর