কয়েলের আগুনে পুড়ে মরলো ৮ খাসি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ৮টি খাসির মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, গতকাল মধ্যরাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের খাসির খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে খবর পেলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ৮টি খাসি পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম রাজু/এফএ/এমএস