ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পতাকা বৈঠকে তিন ছাগল ফেরত দিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তিনটি ছাগল হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।

ছাগলের মালিকের নাম চায়না বেগম। তিনি হাকিমপুর ধরন্দা এলাকার বাসিন্দা।

পতাকা বৈঠকে তিন ছাগল ফেরত দিলো বিএসএফ

ছাগলের মালিক চায়না বেগম বলেন, তিনটি ছাগল সোমবার বিকেলে খাবার খেতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি ছাগলগুলো ভারতে চলে গেছে। বিষয়টি তাৎক্ষণিক বিজিবি সদস্যদের অবহিত করি। মঙ্গলবার দুপুরে দিকে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে পাই। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, চায়না বেগম নামের এক নারীর তিনটি ছাগল হঠাৎ করেই ঘাস খেতে ভারতে চলে যায়। এমন খবর পেয়ে আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অবগত করলে তারা ছাগলগুলোকে তাদের হেফাজত রাখে। মঙ্গলবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ছাগলগুলো ফিরিয়ে আনা হয়। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়।

মো. মাহাবুর রহমান/এফএ/জেআইএম