ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বহিষ্কৃত যুবলীগ নেতা ম্যানসেলসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের বহিষ্কৃত যুবলীগ নেতা ম্যানসেলসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হানা দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গতবছরের ৫ মার্চ সরকারি ওই কেন্দ্রে হামলা চালিয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত ও কর্মচারীকে মারধর করার অভিযোগ ওঠে ম্যানসেলসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ থানায় মামলা করলে কয়েকমাস কারাগারে ছিলেন। জোর করে সেই মামলা প্রত্যাহারের কাগজপত্রে সই করাতে বুধবার ওই অফিসে হানা দেন বলে অভিযোগ করা হয়েছে।

মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতবছর ওই হামলার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ম্যানসেলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজন মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ৫ মার্চ যশোর শহরের মুজিব সড়কের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে যান ম্যানসেল। তাকে সেবা দিতে দেরি হয়েছে অভিযোগ তুলে ম্যানসেল ও তার ক্যাডাররা অফিসের কর্মচারী আল আমিনকে মারধর এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পুলিশ ম্যানসেলসহ চারজনকে গ্রেফতার করে। পরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতাররা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ম্যানসেলসহ তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ। তবে ম্যানসেল ছাড়া গ্রেফতার বাকিদের নাম জানাতে পারেননি তিনি।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলার ঘটনায় করা মামলা প্রত্যাহারের জন্য ম্যানসেল চাপ দিচ্ছিলেন। এমনকী তিনি আপস মীমাংসার কাগজ তৈরি করে সই নেওয়ার জন্য তার অফিসে হানা দেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করেছেন।

মিলন রহমান/এসআর/জিকেএস