ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় পড়ে ছিল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার বিভাজকের ওপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভাজকের ওপর কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মানুষ রাস্তা পারাপারের সময় বিভাজকের ওপর কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। কাপড়টি একটু সরানোর পর বাচ্চার মাথা ও পা দেখা যায়। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্র্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস