ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে অপহৃত ৫ শিশুকে উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জে অপহরণ করে নিয়ে যাওয়া পাঁচ শিশুকে উদ্ধার করেচে পুলিশ। এসময় দুই যুবককেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপহরণের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাওয়ানুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার তেতুলিয়া গ্রামের রিকশাচালক আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাখোলা গ্রামের মালেক সেখের ছেলে বাবলা সেখ (২০)।

অপহৃত শিশুরা হলো একই উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে শারিন জারা (৮) ও জারিন জারা (৮), দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮)।

রেজাওয়ানুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বুধবার বিকেলে স্থানীয় এক শিশু পার্কে পিকনিকের আয়োজন করে শিশুদের অভিভাবকরা। অনুষ্ঠান শেষে রাতে শিশুরা রিকশায় ঘুরতে চাইলে তাদের রিকশায় উঠিয়ে আরেকটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় হঠাৎ রিকশায় থাকা শিশুদের নিয়ে পালিয়ে যান চালক আমিনুল। পরে অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর শিশুদের না পেয়ে পুলিশকে খবর দেন।

পরবর্তীতে রাত ২টার দিকে কান্দাপাড়া পুলিশ লাইনের কাছ থেকে ওই শিশুদের উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এই কর্মকর্তা। একই সঙ্গে গ্রেফতারার কোনো সংবদ্ধ চক্র কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এম এ মালেক/এমএস