ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১১ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূ আলেয়া খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আলেয়া দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের কাসেম গাজীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, চরবালিথা গ্রামের হাসেম গাজীর ছেলে আবুল কাশেমের সঙ্গে ১৫ বছর আগে আলেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মারপিট করতো। এ পর্যন্ত প্রায় ৮/১০ লাখ টাকা যৌতুকও দেয়া হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পিটিয়ে হত্যার পর গলায় রশি ঝুলিয়ে দেয়া হয়েছে।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উৎঘাটিত হবে।

এসএস/আরআইপি

আরও পড়ুন