ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে জামালপুর টু মধুপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার বোয়ালী গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধুপুর থেকে ধনবাড়ী যাচ্ছিলেন বনি আমিন। নেকিবাড়ী গ্রামের আজমত আলীর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তানভীর নামে আরেক চালকের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালকসহ আরোহী গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে এ ঘটনায় আহত মারুফ হাসান চিকিসাধীন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া দুর্ঘটনায় কবলিত দুইটি মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এনআইবি/এএসএম