ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে পরিচয়

স্কুলছাত্রীর টানে সিলেট থেকে নাটোরে আরেক স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:২৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফেসবুকে পরিচয় দুই স্কুলছাত্রীর। এরপর দুজন দুজনকে বিয়ে করতে চায়। এক পর্যায়ে সিলেট থেকে একজন চলে আসে নাটোরে। বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ দুজনকেই উদ্ধার করে নাটোর থানায় নিয়ে আসে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেয়েদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এদের ভেতর একজনের বাড়ি নাটোর সদর উপজেলার একডালায় এবং অন্যজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানায়।

আরও পড়ুন>> প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধামে বিয়ে

এদের মধ্যে একজন জানায়, সাত মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে সমকামিতার সিদ্ধান্ত নেয় তারা। এক পর্যায়ে বিয়েরও সিদ্ধান্ত নেয়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই স্কুলছাত্রীকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।’

রেজাউল করিম রেজা/বিএ