ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে মারমাদের সাংগ্রাই উৎসব শুরু

প্রকাশিত: ০৫:৪২ এএম, ১২ এপ্রিল ২০১৬

‘‘নব আশা আজ নব প্রভাতে শিশু-নারীসহ সকলে থাকুক শান্তিতে, বন্ধ হোক যত সহিংসতা, মৈত্রীময় স্নিগ্ধ ছোঁয়ায় আসুক শুভ্রতা’’এই শ্লোগানকে সামনে রেখে এবার বান্দরবানে মারমা সম্প্রদায়ের পাহাড়ী জনগোষ্ঠী তাদের সাংগ্রাই উৎসব পালন করছে।

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের এ উৎসব শুরু  হয়।

সকালে বান্দরবান রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় আদিবাসীরা তাদের ঐতিহ্যময় সাজ ও ব্যানার, প্লেকার্ড নিয়ে অংশ নেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক স্বপন কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল মানুষ যেন সুখে-শান্তিতে থাকে এবং দেশ যেন সমৃদ্ধশালী হয় সেই কামনায় করি নতুন বছরে ।

এ সময় তরুণ-তরুণী, যুবক ও যুবতীরা সামনের দিনগুলোতে অনাবিল সুখ আর শান্তিতে থাকার জন্য গুরু ভক্তি পূজা করেন। এর আগে মারমা তরুণীরা নেচে গেয়ে মাতিয়ে তোলেন অনুষ্ঠানস্থল।

উল্লেখ্য, মারমা সম্প্রদায়ের লোকজন বৈসাবিকে সাংগ্রাই উৎসব হিসেবে পালন করে থাকেন। পুরনো বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথমদিনই সাংগ্রাই উৎসবের দিন হিসেবে তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পুরনো বছরের শেষ তিন দিনের প্রথম দিন নারী-পুরুষ সবাই মিলে বৌদ্ধ মূর্তিগুলোকে নদীর ঘাটে নিয়ে পানি ও দুধ দিয়ে স্নান করায়। পরের দু`দিন মারমা জনপদে নেমে আসে আনন্দের বন্যা। ওই দুইদিন পাড়ায় পাড়ায় চলে পানি খেলা বা জল উৎসব। একে অপরের গায়ে পানি ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নেন মারমা জনগোষ্ঠী। এবারও পাড়ায় পাড়ায় ওই উৎসবের আয়োজন শুরু হয়েছে।

সৈকত দাশ/এফএ/এমএস