ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় বিলুপ্ত প্রাণী তক্ষকসহ আটক ৫

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১২ এপ্রিল ২০১৬

নেত্রকোনা শহরের বারহাট্টা সড়কের পাশ থেকে সোমবার রাতে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় আটকদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
 
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গ্রামের মৃত বাইজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও তার  স্ত্রী রাহিমা খাতুন (৩০), চট্টগ্রামের পটিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে পিয়ার মিয়া (৩৮), গোপালগঞ্জের বেদগাও উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সোলায়মান বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২৩) এবং ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তরছাসিয়া গ্রামের অমল হালদারের ছেলে আকাশ হালদার (২১)।

Netrokona

নেত্রকোণা মডেল থানা পুলিশের উপপরিদর্শক এমদাদুল হক জাগো নিউজকে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ পুলিশের একটি দল বারহাট্টা সড়কে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রাণী তক্ষকটি উদ্ধার করেন। এসময় পাঁচ জনকে আটক করা হয়। আটকরা সবাই তক্ষক ব্যবসায়ী।

তিনি আরো জানান, সকালে ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে তক্ষক কিনতে তারা জেলার সীমান্তাবর্তী পাহাড়ি অঞ্চল দূর্গাপুর উপজেলায় যান। সেখানকার এক তক্ষক ব্যবসায়ীর কাছ থেকে দেড়লাখ টাকা দিয়ে তক্ষকটি কিনে নিয়ে তারা ঢাকায় ফিরছিলেন।

কামাল হোসাইন/এফএ/আরআইপি

আরও পড়ুন