ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিরঘুমে সাংবাদিক এবাদুল হক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৫ মার্চ ২০২৪

বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এবাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় নওগাঁ শহরের আকবরিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মশিউর রহমান/এনআইবি/এমএস