চকরিয়ায় বিদ্রোহীদের চাপে বেকায়দায় দলীয় প্রার্থীরা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউপিতে নির্বাচন নিয়ে এখন উৎসবে পরিণত হয়েছে। চলছে প্রার্থীদের জোর প্রচার-প্রচারণা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। এর মধ্যে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ১২টি এবং চতুর্থ ধাপে ৭ মে ৬টিসহ মোট ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকা প্রতীকের প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। একই অবস্থা বিএনপিতেও। তবে সুষ্ঠু নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির ১৭ জন, জাতীয় পার্টির (জাপা) ২ জন, জাতীয় পার্টি (জেপি) ১ জন বাইসাইকেল এবং তিন ডজনের মতো স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুসন্ধানে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও ১৮টির মধ্যে ১১টিতে আওয়ামী লীগ ও ৭টিতে বিএনপির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু এবারের দলীয় প্রতীকের নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে ২-৩ জন বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধেও একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।
নৌকা প্রতীকের একাধিক প্রার্থী অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলার আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার অনুগত কিছু নেতা নৌকা প্রতীক না পাওয়ায় বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়েছেন। ওই নেতা বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এজন্য তিনি কাউকে সরে যেতে বলতে পারছেন না।
এদিকে বরইতলী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী। সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আজিমুল হক নৌকা প্রতীক পেয়েছেন। ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা চকরিয়া কলেজের ভিপি রুস্তম শাহরিয়ার।
সাহারবিল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক মহসিন বাবুল পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম। ডুলাহাজারা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী।
চিরিঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন নৌকা প্রতীক পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান কেএম ছালাহউদ্দিন। কৈয়ারবিলে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইকবাল হোসেন ওরফে মক্কী ইকবাল।
অপরদিকে সংখ্যালগু ভোটার অধ্যুষিত বরইতলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া পড়েছেন বেশ বেকায়দায়। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। অন্যদিকে, ফাঁশিয়াখালী ও কাকারা ইউনিয়নে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীরা তেমন সুবিধা করতে পারছে না।
একইভাবে বিএনপির মধ্যেও বিদ্রোহী প্রার্থী রয়েছেন। লক্ষ্যারচর ইউনিয়নে আবু তালেবকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক। সাহারবিল ইউনিয়নে নুরুল আমিনকে ধানের শীষ দিলে মাঠে গণসংযোগে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম। অপরাপর অন্যান্য ইউনিয়নগুলোর মধ্যেও একই অবস্থায় রয়েছে বিএনপি প্রার্থীরা। আবার অনেক ইউনিয়নে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকেণ্ডে মাঠে নেই দলীয় নেতাকর্মীরাও।
তবে দু’দলের মনোনীত প্রার্থীরা দাবি করেন, সুষ্ঠু ভোট হলে বিদ্রোহী প্রার্থীরা কোনোভাবেই ফ্যাক্টর হয়ে দেখা দিবে না। তারা জয় পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিছবাহ উদ্দিন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মতোই আগামী নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ