ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৭ মার্চ ২০২৪

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দুই পক্ষের সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছে। তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পলিটেকনিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোবিন্দ সরকার (২০), রেদোয়ান (১৯), মারুফ (১৯), মেহরাজ (১৭), জিহাদ (১৮) ও রাসেল (২২)।

মুন্সিগঞ্জ পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

আহতদের কয়েকজন জানান, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তানজিম এবং গোবিন্দ সরকারের মধ্যে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার ক্যাম্পাসে তারা বিতণ্ডায় জড়ায়। একপর্যায় তদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয়জন আহত হয়। পরে তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়।

সিভিল বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র আহত রাসেল জানান, একবড় ভাইকে পেটাচ্ছে শুনে সেখানে যাই। তখন দুইপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত স্টাফরা জানান, আহত সকলের শরীরে লাঠি-রডের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনের শরীরে জখমও ছিলো।

মুন্সিগঞ্জ পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল বলেন, দুইপক্ষের মধ্যে মারামারির খবর শুনেছি। দুই পক্ষই কলেজের শিক্ষার্থী। কি নিয়ে দ্বন্দ তা এখনো জানতে পারিনি।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অমর চন্দ্র দাস বলেন, দুই মাস আগে কলেজে দুই পক্ষের মধ্যে দ্বন্দের সূত্রপাত। সিনিয়র-জুনিয়র দ্বন্দের বিষয়টিও শুনেছি। তবে কলেজের অধ্যক্ষ এ বিষয়ে মুখ খুলছেন না। তার কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম