ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশিত: ১০:২০ এএম, ১৩ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মফিজ উল্লাহর বাড়িতে মোটর সাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এসময় একটি প্রাইভেট কার ও ঘরের দরজা, জানালা ভাঙচুর করা হয়। ইউনিয়নের কাশিমনগর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটলেও বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থীর লোকজনকে দায়ী করা হচ্ছে। তবে আওয়ামী লীগের প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় লোকজন ও বিএনপি প্রার্থীর ভাষ্যমতে, মোটর সাইকেলের বহর নিয়ে ঘটনার সময় ৩০-৪০ জন লোক মফিজ উল্লাহর বাড়িতে আসে। এসময় তারা মফিজ উল্লাহকে খুঁজে না পেয়ে ঘরের দরজা, জানালা ভাঙচুর করে। পরে ঘরের সামনে থাকা একটি প্রাইভেট কারের সামনের গ্লাসও ভাঙচুর করা হয়। ঘটনার সময় ভয়ে পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

বিএনপি প্রার্থী ও ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজ উল্লাহ জানান, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর লোকজন মোটর সাইকেলের বহর নিয়ে এসে বাড়িতে হামলা চালিয়েছে। এঘটনায় তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

তবে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ উল্লাহ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঘটনাটি নিজেরাই ঘটিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

কাজল কায়েস/এফএ/এবিএস